ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক শামসুল হক সুমন

  • আপডেট সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া ইউনিয়ন উওর তালগাছিয়া মুন্সিরাবাদের এর ব্যাবসাহী ও বিশিষ্ট সমাজসেবক গরিব দূংখি মানুষের বন্দু মোঃ শামসুল হক সুমন দেশও প্রবাশি ভাইদের কে লাইলাতুল কদর এর শুভেচ্ছা জানিয়েছেন।

শামসুল হক সুমন বলেন, আসসালামুআলাইকুম” পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি আমার প্রাণ প্রিয় জন্ম ভূমি ঝালকাঠির, কাঠালিয়াসহ বাংলাদেশের ও প্রবাশি ভাইদের সকল মুসলিম সম্প্রদায়ের সবাইকে জানাই আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ কামনা করি সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলো আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।

লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!

আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।

১. দান (কমপক্ষে ১ টাকা হলেও) ২. নামাজ (অন্তত দুই রাকাত)

৩. দুআ (গোটা উম্মাহর জন্য) ৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে) ৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)
৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)৭.তালিম+দ্বীনের দাওয়াত. ৮. যিকির আজকার ।

হাদিসে আছে, কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই এবং সকল ভেদাভেদ ভুলে এক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করি . আল্লাহ আমাদের সকলকে কবুল করুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক শামসুল হক সুমন

আপডেট সময় : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া ইউনিয়ন উওর তালগাছিয়া মুন্সিরাবাদের এর ব্যাবসাহী ও বিশিষ্ট সমাজসেবক গরিব দূংখি মানুষের বন্দু মোঃ শামসুল হক সুমন দেশও প্রবাশি ভাইদের কে লাইলাতুল কদর এর শুভেচ্ছা জানিয়েছেন।

শামসুল হক সুমন বলেন, আসসালামুআলাইকুম” পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি আমার প্রাণ প্রিয় জন্ম ভূমি ঝালকাঠির, কাঠালিয়াসহ বাংলাদেশের ও প্রবাশি ভাইদের সকল মুসলিম সম্প্রদায়ের সবাইকে জানাই আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ কামনা করি সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলো আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।

লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!

আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।

১. দান (কমপক্ষে ১ টাকা হলেও) ২. নামাজ (অন্তত দুই রাকাত)

৩. দুআ (গোটা উম্মাহর জন্য) ৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে) ৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)
৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)৭.তালিম+দ্বীনের দাওয়াত. ৮. যিকির আজকার ।

হাদিসে আছে, কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই এবং সকল ভেদাভেদ ভুলে এক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করি . আল্লাহ আমাদের সকলকে কবুল করুন