ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদে ‘ইউট্যাব’ এর নিন্দা

  • আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অনলাইন পত্রিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ. বি. এম. সাইফুল ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রকাশিত সংবাদসমূহকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে ইউট্যাব পবিপ্রবি ইউনিট।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অনলাইন পত্রিকাগুলোতে ড. সাইফুল ইসলামের বিরুদ্ধে যেসব মানহানিকর শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, তা কেবলমাত্র তার দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং মুক্তচিন্তার পক্ষে সোচ্চার অবস্থানের কারণেই করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে ড. সাইফুল ইসলাম একসময় চাকরি হারান। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছেন। এ অভিযোগে তাকে দীর্ঘ ১০ বছর চাকরিচ্যুত অবস্থায় থাকতে হয়েছে। ওই সময়টাতে তিনি রাজপথে দিনরাত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট মনে করে, এমন একজন নির্যাতিত ও সংগ্রামী শিক্ষককে মিথ্যা সংবাদের মাধ্যমে অপমান ও অপদস্ত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এসব সংবাদ প্রকাশকারী গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদে ‘ইউট্যাব’ এর নিন্দা

আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অনলাইন পত্রিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ. বি. এম. সাইফুল ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রকাশিত সংবাদসমূহকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে ইউট্যাব পবিপ্রবি ইউনিট।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অনলাইন পত্রিকাগুলোতে ড. সাইফুল ইসলামের বিরুদ্ধে যেসব মানহানিকর শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, তা কেবলমাত্র তার দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং মুক্তচিন্তার পক্ষে সোচ্চার অবস্থানের কারণেই করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে ড. সাইফুল ইসলাম একসময় চাকরি হারান। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছেন। এ অভিযোগে তাকে দীর্ঘ ১০ বছর চাকরিচ্যুত অবস্থায় থাকতে হয়েছে। ওই সময়টাতে তিনি রাজপথে দিনরাত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট মনে করে, এমন একজন নির্যাতিত ও সংগ্রামী শিক্ষককে মিথ্যা সংবাদের মাধ্যমে অপমান ও অপদস্ত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এসব সংবাদ প্রকাশকারী গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষর করেন।