ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : ০৭:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে গাজীরচটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আর্মি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজা, দেশীয় মদসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ এলাকায় টানা পাঁচ রাউন্ড গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পরে আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ তল্লাশিতে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্য সামগ্রীসহ চারজন আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ার নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে গাজীরচটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আর্মি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজা, দেশীয় মদসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ এলাকায় টানা পাঁচ রাউন্ড গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পরে আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ তল্লাশিতে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্য সামগ্রীসহ চারজন আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।