ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়ায়’ শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনএর হাতে মোড়ক উন্মোচিত হলো ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের

  • আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ‘খান্দুরা হাভেলী’তে সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা হাভেলীতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

সুত্র জানায়, সৈয়দ হামিদ বখত ডুমন (রাহঃ) ‘র মাজার প্রাঙ্গনে ‘খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।

হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বস্তু কায়েদ (মাঃ আঃ) সভাপতিত্বে, বিশ্ব লালন সংঘ’র প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অষ্টগ্রাম হাভেলীর চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।

প্রকাশক আবদেল মাননান’এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খান্দুরা হাভেলিসহ বিভিন্ন হাভেলীর পীর ও মাশায়েখগণ।

এই বিষয়ে ‘খান্দুরা হাভেলীর ইতিহাস’ বইয়ের রচিয়তা সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক সারাদেশের ‘হাভেলী’ গুলো। এই হাভেলীগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট তোলে ধরতে গ্রন্থটি প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়ীয়ায়’ শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনএর হাতে মোড়ক উন্মোচিত হলো ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের

আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ‘খান্দুরা হাভেলী’তে সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা হাভেলীতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

সুত্র জানায়, সৈয়দ হামিদ বখত ডুমন (রাহঃ) ‘র মাজার প্রাঙ্গনে ‘খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।

হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বস্তু কায়েদ (মাঃ আঃ) সভাপতিত্বে, বিশ্ব লালন সংঘ’র প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অষ্টগ্রাম হাভেলীর চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।

প্রকাশক আবদেল মাননান’এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খান্দুরা হাভেলিসহ বিভিন্ন হাভেলীর পীর ও মাশায়েখগণ।

এই বিষয়ে ‘খান্দুরা হাভেলীর ইতিহাস’ বইয়ের রচিয়তা সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক সারাদেশের ‘হাভেলী’ গুলো। এই হাভেলীগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট তোলে ধরতে গ্রন্থটি প্রকাশ করছি।