ঢাকাস্থ বাকেরগঞ্জবাসীদের সাথে আবুল হোসেনের মতবিনিময়
- আপডেট সময় : ০৫:১৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে বিএনপি মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ঢাকাস্থ বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল।
আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন,
এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডাঃ শহিদুল ইসলাম,বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতা, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান নান্নু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ খান, সহ দপ্তর সম্পাদক ওসমান গনি, সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান মামুন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন শাহীন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ওমর সানি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল খান, অ্যাডভোকেট কামরুল আহসান কামাল, বাকেরগঞ্জ থানা কল্যান সমিতির সভাপতি সোয়েব তালুকদার, সাধারণ সম্পাদক গাজী সহিদুজ্জামান মিন্টু, ঢাকাস্থ বাকেরগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি তালুকদার আশরাফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক এইচ এম সোহেল রানা, গর্বের বাকেরগঞ্জ এর সভাপতি মোজাম্মেল হক মোহন, জাতীয়তাবাদী পরিষদ সভাপতি মোঃ মাসুদ, কলসকাঠী নাগরিক সমাজের সভাপতি আবুল বাশার প্রমুখ ।
মত বিনিময়কালে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উঠে আসে। যেখানে ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবী-ছাত্র-জনতা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সব ধরনের প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন আবুল হোসেন। এসময় নির্বাচনী এলাকার মানুষের জন্য তিনি তার কিছু পরিকল্পনার কথাও জানান।
























