সিসিএস বেলাল হোসেন এর বিরুদ্ধে পুরাতন ভিডিও এডিট করে প্রোপাগাণ্ডা
- আপডেট সময় : ০৫:৪৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিসিএস বেলাল হোসেন এর বিরুদ্ধে পুরাতন ভিডিও এডিট করে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। “৫% না দিলে আপনি কাজ পাবেন না।” ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি ২৮ ডিসেম্বর সিটিজি পোস্ট তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। এর পর বিডি এডিটরসের কাছে এই ভিডিও এর অরিজিনাল ভার্সন (যেটি ১ মিনিট ৫৪ সেকেন্ড) হাতে আসে। বিডি এডিটরস দুইটি ভিডিও এক্সপার্ট দিয়ে যাচাই-বাছাই করে এবং ভিডিও এর অন্যতম চরিত্র শরিফুল ইসলাম এর সাথে কথা বলে।
শরিফুল ইসলাম জানায়, গত ৫ আগস্ট ২০২৪ এর পরে একটি সেটআপ ভিডিওটি ধারন করা হয়। তখন সিসিএস ছিলো ফরিদ আহমেদ। এরপর এই ভিডিও দিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। সিটিজি পোস্ট থেকে একজন রিপোর্টার নিউজের ফটোকার্ড বানিয়ে পাঠায়।
সকল ডকুমেন্টস বিডি এডিটরসের কাছে সংরক্ষিত আছে। এই ধরনের চর্চা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী। এরপর শরিফুল ইসলামকে বাগে আনতে না পেরে এক বছর আগের পুরাতন ভিডিও নতুন করে এডিট করে ছেড়ে দেয়। বর্তমানে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এর দায়িত্বে রয়েছে বেলাল হোসেন । পূর্বের পুরাতন ভিডিওটি জাস্ট এডিট করে বেলাল হোসেন এর নাম বসানো হয়।
এ বিষয়ে সিসিএস বেলাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এরকম চলতে থাকলে আমি আইনের আশ্রয় নিবো।
























