ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন

  • আপডেট সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন এক দল বিক্ষুব্ধ লোক। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। নুর উদ্দিন চৌধুরীর বাসাটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায়।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একদল বিক্ষুব্ধ লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন দেয়। মেহেদী হাসান নামে তাদের একজন বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসরদের বাড়িঘর ধ্বংস করা হবে। তাদের ফিরে আসা আমরা প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।’

দ্বিতীয় দফা আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি আগে পোড়ানো হয়েছিল। ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’ 

তিনি জানান, পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে। সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন

আপডেট সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন এক দল বিক্ষুব্ধ লোক। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। নুর উদ্দিন চৌধুরীর বাসাটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায়।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একদল বিক্ষুব্ধ লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন দেয়। মেহেদী হাসান নামে তাদের একজন বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসরদের বাড়িঘর ধ্বংস করা হবে। তাদের ফিরে আসা আমরা প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।’

দ্বিতীয় দফা আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি আগে পোড়ানো হয়েছিল। ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’ 

তিনি জানান, পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে। সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।