ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

  • আপডেট সময় : ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, জনগণের ভালোবাসা স্বভাবতই তার প্রতি থাকবে। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানে স্পষ্ট।

তিনি বলেন, রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে বেগম জিয়া অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যেন কোনো সহিংসতা না ঘটে- এ জন্য সরকার গঠন করে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

রিজভী আরও বলেন, যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে পরিবহন আগুনে দেওয়ার মতো সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক দাবিই তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে জনগণের কষ্ট বাড়ে; বরং জনস্বার্থে কাজ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

আপডেট সময় : ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, জনগণের ভালোবাসা স্বভাবতই তার প্রতি থাকবে। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানে স্পষ্ট।

তিনি বলেন, রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে বেগম জিয়া অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যেন কোনো সহিংসতা না ঘটে- এ জন্য সরকার গঠন করে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

রিজভী আরও বলেন, যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে পরিবহন আগুনে দেওয়ার মতো সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক দাবিই তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে জনগণের কষ্ট বাড়ে; বরং জনস্বার্থে কাজ করুন।