ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

  • আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

সংসদে আসন নিশ্চিত করতে চাইলে আগেই কোনো জোটের সঙ্গে চলে যেতাম বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনে অন্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কী? তিনি আরও বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করবে।

নির্বাচনি পরিবেশের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আমরা বলব না। আমাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছিড়ে ফেলা হচ্ছে। অস্ত্রের মহড়া হচ্ছে, সেটি বিএনপি-জামায়াত উভয় পক্ষের থেকেই আমরা দেখছি। বিভিন্ন জায়গায় মাফিয়া, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্বাচন করতে দেবে কি না, সেটির ওপর নির্বাচনের পরিবেশ নির্ভর করবে।

মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেন না জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এত মানুষ মনোনয়নপত্র কিনেছে, তারা চেয়েছে আমরা এককভাবে দাঁড়াই। আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ৷ এবারের নির্বাচনের মূল গণভোট ৷ আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাব ৷ সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোনো দলের সঙ্গে নির্বাচন করতাম ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সংসদে আসন নিশ্চিত করতে চাইলে আগেই কোনো জোটের সঙ্গে চলে যেতাম বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনে অন্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কী? তিনি আরও বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করবে।

নির্বাচনি পরিবেশের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আমরা বলব না। আমাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছিড়ে ফেলা হচ্ছে। অস্ত্রের মহড়া হচ্ছে, সেটি বিএনপি-জামায়াত উভয় পক্ষের থেকেই আমরা দেখছি। বিভিন্ন জায়গায় মাফিয়া, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্বাচন করতে দেবে কি না, সেটির ওপর নির্বাচনের পরিবেশ নির্ভর করবে।

মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেন না জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এত মানুষ মনোনয়নপত্র কিনেছে, তারা চেয়েছে আমরা এককভাবে দাঁড়াই। আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ৷ এবারের নির্বাচনের মূল গণভোট ৷ আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাব ৷ সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোনো দলের সঙ্গে নির্বাচন করতাম ৷