ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির রাজাপুরে ডহরশংকর গ্রামের সৌদির সাথে তাল মিলিয়ে আজ ঈদ পালন করেছে

  • আপডেট সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

মো. গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায় আজ (বুধবার)সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জানা গেছে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।

মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদ জামাতে ইমামতি করেন মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই। আগামীকাল সকাল ৮টায় আমরা ঈদের নামাজ আদায় করবো।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে। আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠির রাজাপুরে ডহরশংকর গ্রামের সৌদির সাথে তাল মিলিয়ে আজ ঈদ পালন করেছে

আপডেট সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

মো. গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায় আজ (বুধবার)সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জানা গেছে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।

মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদ জামাতে ইমামতি করেন মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই। আগামীকাল সকাল ৮টায় আমরা ঈদের নামাজ আদায় করবো।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে। আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।