ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
মো. গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা এলাকায় বাস চাপায় আবু তালুকদার নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
১৫ এপ্রিল সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং বান্ধাঘাটা বাজারে মুদি দোকানি ছিলো।
এলাকাবাসী জানান, ব্যবসায়ী তালুকদার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি বাড়ি থেকে কিছু দূর যেতেই ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে প্রচন্ড আঘাত ও চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয়। অবরোধে তিন থেকে চার ঘণ্টা রাস্তা বন্ধ হয়ে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

























