কলাপাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালী কলাপাড়ায় নিপা (১৯) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে তার শশুড়বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিপা ওই গ্রামের স্বপন সাজির ছেলে শাওন সাজির স্ত্রী। সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে।
মৃতের নানি সাফিয়া বেগম জানান, আড়াই বছর আগে তার নাতির বিয়ে হয়। নাতির স্বামী শাওন সাজি একজন জেলে। সে বেশিরভাগ সময় নদীতে থাকে। তার শাশুড়ি বিদেশ থাকে। বেশিরভাগ সময়ই নিপা ও তার শশুড় একা বাড়িতে থাকতো। শশুড় স্বপন সাজির চারিত্রিক স্বভাব ভালো ছিলো না। তিনি একদিন নাতি বাড়িতে বেড়াতে এসে তার কুনজরের স্বীকার হন এমনটিই অভিযোগ করেন তিনি। তবে, নাতির রহস্যজনক মৃত্যুতে সে বাকরোদ্ধ হয়ে পরেছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

























