কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবার পেলো নগদ অর্থ সহায়তা
- আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে ব্র্যাক। শনিবার (১ জুন) বিকেল ৫ টায় উপজেলার নাচনাপাড়া গ্রামের বাসন্তি মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্র্যাক বরগুনা অঞ্চলের কলাপাড়া শাখার উদ্যোগে ওইসব পরিবারের হাতে নগদ দুই হাজার টাকা তুলে দেয়া হয়। নগদ অর্থ হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুশি হয়ে ব্র্যাক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এরিয়াম্যানেজার (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, উপজেলা হিসাব ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা ও শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নানসহ অন্যান্য সকল প্রোগ্রামের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক কলাপাড়া শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান জানান, ব্র্যাক সবসময় দেশের যে কোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকেন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইতোমধ্যে খ্যাদ্য সহায়তাসহ অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। তার ধারাবাহিকতায় আজ নগদ অর্থ দেয়া হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

























