কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৯ জুন) সকালে উপজেলার চরপাড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় উপজেলার ডুবাইল চরপাড়া এলাকায় বান্দাবাড়ী সড়কের পাশে পা ভাঙ্গা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ যোবায়ের আহম্মেদ বলেন,ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।তবে তার কোনও পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

























