ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে: নীরব

  • আপডেট সময় : ০৫:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে সুফল পেয়েছি, সেটিকে ধরে রাখতে হলে প্রয়োজন নির্বাচন। এত তালবাহানা করার তো কোনো দরকার নেই।

বুধবার শেরে বাংলা নগর থানাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন গণভবন স্টাফ কোয়ার্টার ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সে উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের যে মালিকানা সে কেড়ে নিয়েছিলো, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিলো; এগুলো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেয়া।

তিনি বলেন, সেই ওয়ান ইলেভেন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন হওয়া যাবে না। সেই কাহিনি ঘুরিয়ে-ফিরিয়ে এখনো চলছে ইনিয়ে বিনিয়ে। ওইসব ছলাকলা চলবে না। এ ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারো লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, যে কাজগুলো নির্বাচিত সরকারের করার কথা, নির্বাচিত সংসদের করার কথা, সংসদের আলোচনার মাধ্যমে করার কথা; আজকে মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে যাচ্ছে। তাদের দায়িত্বে চলে যাচ্ছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেগুলোও আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার যে আন্দোলন সেটা এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশে থেকে স্বৈরাচার বিদায় হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে: নীরব

আপডেট সময় : ০৫:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে সুফল পেয়েছি, সেটিকে ধরে রাখতে হলে প্রয়োজন নির্বাচন। এত তালবাহানা করার তো কোনো দরকার নেই।

বুধবার শেরে বাংলা নগর থানাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন গণভবন স্টাফ কোয়ার্টার ইউনিট আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সে উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের যে মালিকানা সে কেড়ে নিয়েছিলো, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিলো; এগুলো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেয়া।

তিনি বলেন, সেই ওয়ান ইলেভেন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন হওয়া যাবে না। সেই কাহিনি ঘুরিয়ে-ফিরিয়ে এখনো চলছে ইনিয়ে বিনিয়ে। ওইসব ছলাকলা চলবে না। এ ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারো লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, যে কাজগুলো নির্বাচিত সরকারের করার কথা, নির্বাচিত সংসদের করার কথা, সংসদের আলোচনার মাধ্যমে করার কথা; আজকে মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে যাচ্ছে। তাদের দায়িত্বে চলে যাচ্ছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেগুলোও আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার যে আন্দোলন সেটা এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশে থেকে স্বৈরাচার বিদায় হয়নি।