ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

  • আপডেট সময় : ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

এর আগে রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মো. তৌহিদ হোসেন ও মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠক এবং সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসহাক দার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন।

তিনি বলেন, ইসলাম আমাদের শেখায়—ভাইয়ের সঙ্গে মন পরিষ্কার করতে হয়।

তাই বারবার একই ইস্যু সামনে আনার পরিবর্তে সামনে এগোনো উচিত।
উল্লেখ্য, শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

এর আগে রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মো. তৌহিদ হোসেন ও মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠক এবং সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসহাক দার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন।

তিনি বলেন, ইসলাম আমাদের শেখায়—ভাইয়ের সঙ্গে মন পরিষ্কার করতে হয়।

তাই বারবার একই ইস্যু সামনে আনার পরিবর্তে সামনে এগোনো উচিত।
উল্লেখ্য, শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।