ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি

  • আপডেট সময় : ০৭:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

সরকার এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার ছুটির মেয়াদ একই রাখা হয়েছে। এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান,

ঈদুল ফিতর: ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি।

ঈদুল আজহা: ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি।

দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন ছুটি।

দুই ঈদের দুদিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। ঈদের আগে-পরের এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২৬ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি

আপডেট সময় : ০৭:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সরকার এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার ছুটির মেয়াদ একই রাখা হয়েছে। এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান,

ঈদুল ফিতর: ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি।

ঈদুল আজহা: ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি।

দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন ছুটি।

দুই ঈদের দুদিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। ঈদের আগে-পরের এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।