ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো চাহিদাপত্র দেওয়া হয়নি। চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। প্রস্তুতিমূলক কাজগুলোও নির্বাচন কমিশন ভালোভাবেই করেছে।

ওসমান হাদির চিকিৎসা ব্যয় নিয়ে বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য টাকা পয়সা কোনো ব্যাপার নয়। যত টাকা দরকার হয়, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমামনবন্দর থেকে উড়াল দেয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো চাহিদাপত্র দেওয়া হয়নি। চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। প্রস্তুতিমূলক কাজগুলোও নির্বাচন কমিশন ভালোভাবেই করেছে।

ওসমান হাদির চিকিৎসা ব্যয় নিয়ে বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য টাকা পয়সা কোনো ব্যাপার নয়। যত টাকা দরকার হয়, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমামনবন্দর থেকে উড়াল দেয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।